Upcoming Event
৭১ তম নিখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপনের শেষ দিন (20/11/2024) কেন্দ্রীয় সমাবেশটি অনুষ্ঠিত হল ধনধান্যে স্টেডিয়ামে। এই বছরের মূল ভাবনা '' বিকশিত ভারত নির্মাণে সমবায়ের ভূমিকা'' বিষয়ে আলোকপাত করার জন্য পশ্চিমবঙ্গ থেকে সফল তিনটি সমবায়কে নির্বাচিত করা হয়েছিল। এই তিনটি সমবায়ের মধ্যে বাগনান মহিলা বিকাশ ক্রেডিট কোঅপারেটিভ নির্বাচিত হয়েছিল সফল মহিলা সমবায় হিসাবে। আমাদের পক্ষ থেকে এই মঞ্চে আমাদের সাফল্যের কাহিনী শোনান আমাদের ফিল্ড সুপারভাইজার রীতা ঘোড়ই মহাশয়া। এই অনুষ্ঠানটিতে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন কৃষি এবং পরিষদীয় দপ্তরের মন্ত্রী মাননীয় শ্রী শোভনদেব চট্টোপাধ্যায়। প্রধান অথিতি হিসাবে ছিলেন সমবায় ও পঞ্চায়েত দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী প্রদীপ কুমার মজুমদার মহাশয়। উপস্থিত ছিলেন মাননীয় বিধায়ক ও পশ্চিমবঙ্গ সমবায় ইউনিয়নের চেয়ারম্যান মাননীয় শ্রী স্বর্ণকমল সাহা ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করার সুযোগ পাওয়ার জন্য বিশেষ ভাবে কৃতজ্ঞতা জানাই সমবায় সমিতি সমুহের উপ নিবন্ধক পশ্চিমবঙ্গ সরকার ও মুখ্য নির্বাহী আধিকারিক পশ্চিমবঙ্গ রাজ্য সমবায় ইউনিয়ন, মাননীয়া সঙ্গীতা সাধু মহাশয়াকে।
আজ (05/03/2025) ইন্ডিয়ান মেডিকেল এসোসিয়েশন (I M A) (উলুবেড়িয়া) পক্ষ থেকে ছয় জন ডাক্তারবাবু এসেছিলেন বাগনান মহিলা বিকাশে। আলোচ্য বিষয় ছিল শিশুদের খাদ্যভ্যাস ও মায়েদের ভূমিকা। এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেন ডাক্তার দীব্যেন্দু চক্রবর্তী। এছাড়ও উপস্থিত ছিলেন ডাক্তার অনুরাধা ঘোষ, ডাক্তার সুচিত্রা মুখার্জী, ডাক্তার অভিজিৎ মুখার্জী এবং ডাক্তার গীতা মুখার্জী। মহিলা বিকাশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আমাদের উপদেষ্টা মাননীয় শ্রী গোপাল চন্দ্র ঘোষ মহাশয় এবং সমবায়ের ৫৪ জন কর্মী যারা স্বনির্ভর দলগুলিকে পরিচালনা করতে সাহায্য করেন। এই কর্মীদের মাধ্যমে সমবায়ের অধীন ৩৮ হাজার ৫০০ জনেরও বেশি স্বনির্ভর দলের মহিলারাদের সচেতন করাই আমাদের উদ্দেশ্য। এই সমগ্র কার্যক্রমটি বাগনানের বিশিষ্ট চিকিৎসক ডাক্তার রবি কর পাল মহাশয়ের মাধ্যমে অনুষ্ঠিত হয়। সমবায়ের পক্ষ থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ।
বি আর আম্বেদকর ইনস্টিটিউট অফ পঞ্চায়েতের এন্ড রুরাল ডেভেলপমেন্ট এর পক্ষ থেকে ৭ই মার্চ নারী দিবস উপলক্ষে রবীন্দ্রনাথ ওকাকুরা ভবনে সম্মানিত করা হল বাগনান মহিলা বিকাশের সদস্যা মাতলা স্বনির্ভর দলের মমতাজ বেগমকে। স্বামী পরিত্যক্তা হয়েও দল থেকে একটু একটু করে লোন নিয়ে তিনি গড়ে তুলেছেন তার সুখের পরিবার। সেখানে তার যেমন দুটি ছেলে রয়েছে তেমনি আছে ১৪ টি গরু ৫০টি মুরগি ও ২২ টি হাঁস। সঙ্গে গড়ে তুলেছেন একটি মুদিখানার দোকানও। এই সবগুলো থেকে তার প্রতিমাসে গড়ে আয় হয় ৫০ হাজার টাকার বেশি। তার এই সাফল্যের জন্যই তাকে সম্মানিত করলেন পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী মাননীয়া শিউলি সাহা মহাশয়া। এছাড়াও অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী শ্রী বেচারাম মান্না মহাশয় ও অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ। এই সম্মান প্রাপ্তির সংবাদ 'এই সময় ' সংবাদপত্রে (08/03/2025) প্রকাশিত হয়েছে। অনেক ধন্যবাদ কর্তৃপক্ষকে।
১১ জন আই. এ. এস. অফিসার (২০২৪ ব্যাচ) এসেছিলেন আমাদের সমিতি পরিদর্শন, মহিলা সমবায়, স্বনির্ভর দল এবং উৎপাদক দল সম্পর্কে জানতে। উদ্যোগটি ছিল বি আর আম্বেদকর ইনস্টিটিউট অফ পঞ্চায়েত এন্ড রুরাল ডেভেলপমেন্ট( BRAIPRD),কল্যাণী এর। এই প্রতিষ্ঠানের বরিষ্ঠ অনুষদ সদস্য ডক্টর সুপর্ণা গাঙ্গুলী মহাশয়া উপস্থিত ছিলেন। (১১/৬/২০২৫) সেই কার্যক্রমের কিছু মুহূর্ত।
এছাড়াও উপস্থিত ছিলেন BRAIPRD ও বাগনান মহিলা বিকাশের যৌথ উদ্যোগে সংঘ সমবায়ের ভবিষ্যত গঠনে সু-অভ্যাস চর্চার যে গবেষণা মূলক কাজ হয়েছিল সেই কার্যক্রমের সফল সংঘ সমবায়গুলির মধ্যে একটি খানাকুল অগ্রগতি বহুমুখী সংঘ সমবায়, হুগলির পক্ষ থেকে দুই জন সদস্যা/ কর্মী।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় বাগনান মহিলা বিকাশ ও সংঘ সমবায় এর একটি তুলনামূলক আলোচনা সভা।
এই বছরকে ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল ইয়ার অফ কোঅপারেটিভ হিসেবে ঘোষণা করেছে। কিভাবে এই সমবায় একটি এলাকার সুস্থায়ী উন্নয়ন ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে তা তুলে ধরার চেষ্টা করেছে। সেই উপলক্ষে আজ আন্তর্জাতিক সমবায় দিবস পালিত হলো রাজ্য সমবায় ইউনিয়নের বিবেকানন্দ হলে।
আজকের (05/06/2025) আলোচ্য বিষয় ছিল- "সমবায় : একটি উন্নত বিশ্বের জন্য অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই সমাধানের চালিকাশক্তি"
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য কোপারেটিভ ইউনিয়নের চেয়ারম্যান শ্রী স্বর্ণকমল সাহা মহাশয়। উপস্থিত ছিলেন আর সি এস, শ্রী নিরঞ্জন কুমার, অ্যাডিশনাল আর সি এস শ্রী অজয় কুমার রাম, কো-অপারেটিভ ইউনিয়নের সিইও এবং ডেপুটি রেজিস্টার অফ কোঅপারেটিভ সংগীতা সাধু মহাশয়া। এছাড়াও উপস্থিত ছিলেন ভান্ডার পত্রিকার বিশিষ্ট লেখক ও লেখিকাগণ এবং বিভিন্ন সমবায়ের যোদ্ধারা। এই অনুষ্ঠানে বাগনান মহিলা বিকাশ কো-অপারেটিভ এর পক্ষ থেকে কো-অপারেটিভ ইউনিয়নের চেয়ারম্যান শ্রীস্বর্ণ কমল সাহা মহাশয়কে সংবর্ধিত করেন শ্রীমতি বর্ণালী দত্ত সরকার। বাগনান মহিলা বিকাশের সাফল্য এই মঞ্চে তুলে ধরেন বাগনান মহিলা বিকাশের আর এক কর্মী শ্রীমতি রীতা ঘোড়ুই।
পশ্চিমবঙ্গ বিধানসভার সমবায় বিষয়ক স্ট্যান্ডিং কমিটির MLA দের একটি দল আজ (09-07-2025) বাগনান মহিলা বিকাশ পরিদর্শনে আসেন । এই পরিদর্শনে উপস্থিত ছিলেন হাওড়া জেলার সমবায় দপ্তরের ARCS, বাগনান থানার IC এবং বাগনান এক ব্লকের কোপারেটিভ ইনেসপেক্টর (CI)